ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আমার ভালো বন্ধু

আমার  ভালো বন্ধু

.

রুদ্রদীপ পাল

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ০০:৩৩

মা আমার কাছে সবসময় সেরা। আমিও মায়ের কাছে। মা ছোট্ট একটি শব্দ হলেও আমার কাছে সবচেয়ে মধুরতম শব্দ। মা আদর করেন আমাকে। মা সারাদিন কাজ করেন। আমার ও বাবার জন্য খাবার তৈরি করেন। মা ছুটির দিনে মজার মজার জায়গায় ঘুরতে নিয়ে যান আমাকে। আমাকে নতুন নতুন ছবি আঁকতে শেখান। মায়ের জমানো টাকা দিয়ে আমাকে নতুন নতুন বই আর খেলনা কিনে দেন। আমাকে আবৃত্তি শেখান। মা কষ্ট পায় আমি সেই কাজ করি না। আমি অসুস্থ হলে মা যত্ন নেন। সকাল-সন্ধ্যা আমাকে পড়তে বসান। আমিও আনন্দে পড়তে বসি। মাকে ছাড়া একদিনও ঘুমাতে পারি না। মাথায় হাত বুলিয়ে মা-ই ঘুম পারান। মায়ের জন্য কতকিছু লিখতে ইচ্ছে করে! 
মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। তাই মাকে অনেক ভালোবাসি। মা দিবসে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে জড়িয়ে ধরে একগুচ্ছ ফুল আর এই লেখাটা দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। মা নিশ্চয়ই খুব খুশি হবেন! n

বয়স : ১+১+২+৩ বছর; প্রথম শ্রেণি, টংগিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন, মুন্সীগঞ্জ

আরও পড়ুন

×