স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪০
স্কয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ শুক্রবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ্ ক্লাবে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়ারসহ মোট ৬৮০ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে আসিফ ছগির উইনার, ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুল আলম বিএন রানার আপ ও মিসেস ফাতেমা রহমান লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি এ উদ্যোগের জন্য স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির সবাইকে ধন্যবাদ জানান। আইএসপিআর।