- গোলটেবিল
- ডায়াবেটিস চিকিৎসায় ইনসেপ্টার যুগান্তকারী সংযোজন লিনাট্যাব-ই
ডায়াবেটিস চিকিৎসায় ইনসেপ্টার যুগান্তকারী সংযোজন লিনাট্যাব-ই

ডায়াবেটিক রোগীদের জন্য নিয়ে এসেছে এক নতুন আশার আলো দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি ডায়াবেটিক নিয়ন্ত্রণে লিনাট্যাব-ই নামে নতুন একটি ওষুধ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
লিনাট্যাব-ই বর্তমান সময়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণের সবচেয়ে আধুনিক এবং নিরাপদ ওষুধ লিনাগ্লিপটিন ও এম্পাগ্লিফ্লোজিন এর কম্বিনেশন।
সোমবার জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এর উপস্থিতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ্ সাইন্স (বিআইএইচএস)-এ এই ওষুধটির মোড়ক উন্মোচন করা হয়।
সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে এই ওষুধটি ইনসেপ্টা খুবই সুলভমূল্যে বাজারজাত করছে। এর দুটি মাত্রা লিনাট্যাব-ই ৫/১০ এবং লিনাট্যাব-ই ৫/২৫ এর প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে যথাক্রমে ৩০ টাকা ও ৪0 টাকা।
মন্তব্য করুন