ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সংস্কার ভাবনায় সড়ক নিরাপত্তা আইন রাখার দাবি

সংস্কার ভাবনায় সড়ক নিরাপত্তা আইন রাখার দাবি

সড়ক নিরাপত্তা নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা। ছবি: সংবাদ বিবৃতি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:৩১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ২২:৩২

‘ওয়ার্ল্ড ডে অব রিমেমবারেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উপলক্ষে রোববার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এক মতবিনিময় সভার আয়োজন করে। রিমেমবার, সাপোর্ট, এক্ট অর্থাৎ ‘আমরা স্মরণ করি যারা রোডক্র্যাশে মারা গেছেন তাদের, সহায়তা নিয়ে থাকতে চাই আহতদের পাশে এবং জীবন বাঁচাতে নিতে চাই কার্যকর উদ্যোগ’ প্রতিপাদ্যে এবছর দিবসটি পালিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী ও গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কোঅর্ডিনেটর ড. মো. শরিফুল আলম।

সভায় বক্তারা জানান, বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৪ জন রোডক্র্যাশে প্রাণ হারান। অথচ এই মৃত্যু প্রতিরোধযোগ্য। জাতিসংঘ নির্ধারিত নিরাপত্তা কৌশল অনুসরণ করে এই প্রতিরোধযোগ্য মৃত্যু কমানো সম্ভব। এজন্য প্রয়োজন সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন। অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনায় সড়ক নিরাপত্তা আইন রাখার দাবি জানান তারা। 

হার্ট ফাউন্ডেশনের সভাপতি বলেন, দেশে সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু সড়কে প্রাণহানি ঘটছে এটা সত্য। অথচ এটা প্রতিরোধযোগ্য। উন্নত দেশের মতো জাতিসংঘ স্বীকৃত নিরাপত্তা কৌশল অনুসরণ করে সড়ক নিরাপত্তা আইন করা প্রয়োজন। ড. শরিফুল আলম জানান, সড়ককে নিরাপদ করতে আলাদা সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা জরুরি। 

সভাপতির বক্তব্যে বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, সড়ককে নিরাপদ করতে একযোগে কাজ করতে হবে। আইন প্রয়োগ ও সচেতনতা দরকার। বর্তমান সংস্কার ভাবনায় পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ব্যাপারে বিআরটিএ’র ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। সংবাদ বিবৃতি

whatsapp follow image

আরও পড়ুন

×