ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে নতুন কোনো দিকনির্দেশনা পাইনি: ফরহাদ মজহার

স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে নতুন কোনো দিকনির্দেশনা পাইনি: ফরহাদ মজহার

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ২১:০৯

স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে নতুন কোনো দিকনির্দেশনা পাইনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তাবিদ ফরহাদ মজহার। তিনি বলেন, ‘স্বাস্থ্য কমিশনের যে প্রতিবেদনটা আমরা পেয়েছি, এখানে এমন কোনো দিকনির্দেশনা পাই না, যে দিকনির্দেশনার মাধ্যমে আমরা নতুন একটা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে চিন্তা করতে পারি।’

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ফরহাদ মজহার বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়ার জায়গা। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে আমাদের (সরকার) কোনো মনোযোগ নেই। শুধু এই উপমহাদেশ নয়, সমগ্র বিশ্বে সবচেয়ে সেরা হাসপাতাল হতে পারে এই সরকারি হাসপাতালগুলো। এটা করবার কোনো ইচ্ছে এই সরকারের নেই।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের মর্ম হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া।  তাহলে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ যদি সিদ্ধান্ত নিতে পারে, তাহলে দেশের প্রাতিষ্ঠানিক যেসকল উদ্যোগ নেয়া দরকার, সেগুলো জনগণ নিতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট যেসব কমিশনগুলোতে নেই, সেগুলো আমরা ছুড়ে ফেলে দিবো।  

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এগুলো ভুয়া কথা। আন্তর্জাতিক ক্ষেত্রে এগুলোর কোনো অন্তঃসার নেই। রাষ্ট্র এখন একান্তই বহুজাতিক কোম্পানির হাতিয়ার। আপনি (সরকার) বন্দর দিয়ে দেবেন, আপনি প্রাইভেট কোম্পানিগুলোকে সব দিয়ে দেবেন। আপনি বিনিয়োগ আনবেন। বিনিয়োগ তো পরের কথা! আগে দেশটা গঠন করেন।’

ফরহাদ মজহার বলেন, ‘স্বাস্থ্য সম্পর্কে আমাদের মতাদর্শিক মারাত্মক বিভ্রান্তি রয়েছে। স্বাস্থ্য মানে মেডিকেলাইজেশন নয়। পুরো কৃষি ব্যবস্থা আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। ফলে কৃষি ব্যবস্থার সংস্কার জরুরি। মতাদর্শিকভাবে স্বাস্থ্য কী, সেটা আমরা জানি না। এটা আামদেরকে জানতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থান পর আমাদেরকে ডিফাইন করতে হবে আমরা স্বাস্থ্য বলতে কী বুঝি। একবার যদি আমরা বুঝতে পারি, তখন নিঃসন্দেহে একটা গণকমিশন, আমাদের কী ধরনের সংস্কার প্রয়োজন, কীভাবে আমরা নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব; তার একটা দিক আমরা খুঁজে পাবো।’     
    
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুস্বাস্থ্যের বাংলাদেশ-এর আহ্বায়ক ডা. কাজী সাইফুদ্দিন বেননুর। সুস্বাস্থ্যের বাংলাদেশ-এর সদস্য সচিব ডা. মো. শামীম হায়দার তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, তামাক বিরোধী নারী জোটের (তাবিনাজ) পরিচালক সীমা দাস শিমু, ভাববৈঠকি'র মূল সংগঠক মো. রোমেল।

আরও পড়ুন

×