স্বাস্থ্যকথা
স্ট্রোকের পর ফিজিওথেরাপি

ফাইল ছবি
ডা. মোহাম্মদ আলী
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৯:২৫
স্ট্রোক হলো মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের যে অংশ শরীরের বিভিন্ন অংশের নড়াচড়ার কাজটি নিয়ন্ত্রণ করে, তা বিকল হয়ে পড়লে তাকে স্ট্রোক বলা হয়।
স্ট্রোক দুই ধরনের– ১. রক্তক্ষরণজনিত এবং ২. রক্তস্বল্পতাজনিত। মস্তিষ্কের কোনো রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের ওই অংশে রক্ত ছড়িয়ে পড়লে অংশটি সম্পূর্ণ বা আংশিকভাবে বিকল হয়ে পড়ে। একইভাবে মস্তিষ্কের কোনো রক্তনালি চিকন হয়ে গেলে বা অন্য কোনো কারণে রক্ত চলাচলে বাধার সৃষ্টি হলে মস্তিষ্কের আক্রান্ত নালি যে এলাকায় রক্ত সরবরাহ করত তা রক্তশূন্য হয়ে পড়ে। ফলে এলাকাটি সম্পূর্ণ বা আংশিকভাবে বিকল হয়ে পড়ে। এ বিকল এলাকাগুলো যেসব কার্যক্রম চালনা করত (যেমন হাত-পায়ের নড়াচড়া, প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ ইত্যাদি) তা বাধাগ্রস্ত হয়। ফলে রোগী পক্ষাঘাতে আক্রান্ত হন। রোগের ভয়াবহতা নির্ভর করে মস্তিষ্কের কতটুকু অংশ আক্রান্ত হয়েছে তার ওপর।
কী চিকিৎসা প্রয়োজন?
স্ট্রোকের পর কোনো কোনো রোগী সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন। প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ করা ও খাবার গ্রহণ করতে পারেন না। আবার অনেক রোগীর কেবল একপাশ অবশ হয়ে যায়। তাই উপসর্গের ওপর নির্ভর করে চিকিৎসার ধরন। রক্তচাপ, বহুমূত্র, প্রস্রাব-পায়খানা, খাদ্যগ্রহণ পদ্ধতি ইত্যাদি নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি চিকিৎসাও শুরু করতে হবে।
কী ধরনের ফিজিওথেরাপি করাতে হবে?
প্যারালাইসিস রোগীর ফিজিওথেরাপি তিন ধাপে বিভক্ত। প্রথমদিকে মাংসপেশিগুলো শিথিল থাকে। এ সময় রোগীর অবশ অংশের নড়াচড়ার ওপর খুব জোর দিতে হবে। দিনে কমপক্ষে তিনবার ফিজিওথেরাপি করাতে হবে। রোগীর পিঠে যাতে ঘা না হয়ে যায় সে জন্য বিশেষ ধরনের বিছানা ব্যবহার করতে হবে। প্রতি ২ ঘণ্টা পরপর রোগীর অবস্থান পরিবর্তন করে দিতে হবে। ধীরে ধীরে রোগীর আক্রান্ত অংশের মাংসপেশিগুলো শক্ত হতে পারে। এ সময় অবশ্যই ফিজিওথেরাপির ধরন পাল্টাতে হবে। হাত-পা যাতে বেঁকে না যায় সে জন্য স্প্রিন্ট ব্যবহার করা যেতে পারে। রোগীকে একভাবে শুইয়ে না রেখে বসাতে, সম্ভব হলে হাঁটাতে হবে। রোগী সেরে উঠতে শুরু করলে তাঁকে দৈনন্দিন কাজের উপযোগী করে তুলতে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
প্যারালাইসিস রোগীর জন্য পরামর্শ
প্যারালাইসিস রোগীদের যতটা সম্ভব গুরুত্ব ও সহানুভূতির সঙ্গে নিতে হবে। মালিশ সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো ধরনের জটিলতা এড়াতে ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে কর্মপরিধি নির্ণয় করা প্রয়োজন।
লেখক : বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
ই-মেইল : hprc2005@live.com
- বিষয় :
- স্ট্রোক
- ফিজিওথেরাপি
- রক্তক্ষরণ