ঈদের ছুটিতে বাসা-বাড়ি পরিষ্কার রাখতে করণীয়
অনলাইন ডেস্ক
আর কয়েকদিন দিন পরই ঈদুল আজহা। অনেকে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। এদিকে দেশ জুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়েছে। ঈদের ছুটিতে বাসাবাড়ি যাতে এডিস মশার আখড়ায় পরিণত না হয় এজন্য সবারই সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, যদি কারো জ্বর থাকে তাহলে এই সময় ঢাকার বাইরে না যাওয়াই ভাল।
আবার যদি কারও বাড়িতে গিয়ে ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এছাড়া আপনার অনুপস্থিতিতে বাসা-বাড়ি ডেঙ্গু মুক্ত রাখতে যা করতে পারেন-
১. বাসা বা বাসার আশেপাশে পানি জমে থাকতে পারে, এমন কোন জিনিস আছে কিনা সেটা দেখুন। থাকলে অবশ্যই সেগুলো সরিয়ে ফেলুন।
২. ঘরের কোথাও পানি জমে থাকলে বাসা ছাড়ার আগে সেটা ফেলে দিন।
৩. পানি জমাট বাঁধতে পারে এমন কোন কৌটা, টায়ার, এসি এবং ফ্রিজের নীচে পানি জমতে পারে এমন কোন ব্যবস্থা থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন।
৪. খোলা স্থানে কোন পাত্র ফেলে যাবেন না। এখন যেহেতু বৃষ্টির সময় তাই সেগুলোতে পানি জমে মশা বংশ বিস্তার করতে পারে।
৫. বাড়ির বাথরুমে কমোড বা প্যানে সবসময় কিছুটা পানি জমে থাকে। সেই জায়গাগুলো ঢেকে রাখতে হবে, যাতে মশা সেখানে প্রবেশ করতে না পারে।
৬. পানির ট্যাংক ভর্তি হয়ে যাতে ছাদে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। সেই পানি বের হয়ে যাওয়ার পথ তৈরি করতে হবে।
৭. ঘরের কোনও স্থানে পানি জমার পর যদি তা অপসারনের কোনও উপায় না থাকে তাহলে সে জায়গা ঢেকে রাখতে হবে। তাহলে পানি জমলেও মশা সেই জায়গায় ঢুকে ডিম পাড়তে পারবে না।
৮. বারান্দায় রাখা ফুলের টবগুলো এমন দুরত্বে রাখুন যাতে বৃষ্টির পানি জমে না থাকে। সূত্র : বিবিসি বাংলা