মুখোমুখি মুফাসা ও সনিক

মুফাসা: দ্য লায়ন কিং ও সনিক দ্য হেজহগ-৩ পোস্টার
সাইফান সানাফ
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১১:৫৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১২:০৫
হলিউডের দুই বড় সিনেমা ‘মুফাসা: দ্য লায়ন কিং’ এবং ‘সনিক দ্য হেজহগ ৩’ দর্শকদের জন্য দারুণ অভিজ্ঞতা নিয়ে আসছে। ফলে বলা যায়, একদিকে মুফাসার গল্প দর্শকদের অনুপ্রাণিত করবে, অন্যদিকে সনিকের নতুন অ্যাডভেঞ্চার ভক্তদের রোমাঞ্চিত করবে। চলুন, জেনে নিই দুই সিনেমা সম্পর্কে।
মুফাসা: দ্য লায়ন কিং
ডিজনির আইকনিক চরিত্র ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এই সিনেমায় দেখানো হবে মুফাসার উত্থান, শৈশব এবং রাজত্বের কাহিনি। ১৯৯৪ সালের ‘দ্য লায়ন কিং’ অ্যানিমেশন সিনেমাটি যেমন প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, এই নতুন সিনেমাটি তেমনই এক নতুন প্রেক্ষাপটে পরিচিত চরিত্রদের নতুন গল্প বলবে। সিনেমাটি নির্মাণ করেছেন অস্কারজয়ী ব্যারি জেনকিন্স। সিনেমার কেন্দ্রীয় চরিত্র মুফাসার কণ্ঠ দিয়েছেন অ্যারন পিয়ের, আর ছোটবেলার বন্ধু স্কার-এর চরিত্রে রয়েছেন কেলভিন হ্যারিসন জুনিয়র। এ ছাড়াও এই সিনেমায় দেখা যাবে দর্শকদের প্রিয় চরিত্র টিমন, পুম্বা এবং রাফিকিকে। যাদের কণ্ঠ দিয়েছেন যথাক্রমে বিলি আইচনার, সেথ রোজেন এবং জন কানি। নতুন এই সিনেমার গল্পে দেখা যাবে মুফাসা ছোটবেলায় এতিম হয়ে জন্মায়, কিন্তু নিজের সংকল্প ও নেতৃত্বের গুণাবলির মাধ্যমে প্রাইড ল্যান্ডসের রাজা হয়ে ওঠে। তার সংগ্রামের পথে বন্ধুদের সহযোগিতা, শত্রুদের ষড়যন্ত্র এবং নিজেকে আবিষ্কারের গল্প। সিনেমায় দেখানো হয়েছে কীভাবে মুফাসা প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে এবং কেন তাকে প্রাইড ল্যান্ডসের সবচেয়ে প্রিয় রাজা বলা হয়। ‘দ্য লায়ন কিং’ মানেই হৃদয় ছুঁয়ে যাওয়া সংগীত। বরাবরের মতো এবারও সেই ঐতিহ্য রক্ষা করছে সিনেমাটি। হ্যান্স জিমার এবং ফারেল উইলিয়ামসসহ বেশ কয়েকজন বিশ্বসেরা মিউজিশিয়ান সিনেমার সাউন্ডট্র্যাক তৈরি করেছেন। নতুন কিছু গানের পাশাপাশি প্রিয় কিছু পুরোনো সুরও এতে শোনা যাবে।
সনিক দ্য হেজহগ ৩
সনিক ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সনিক দ্য হেজহগ ৩’ ভক্তদের জন্য নতুন রোমাঞ্চ এবং উত্তেজনা নিয়ে আসছে। ২০২০ এবং ২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম দুই কিস্তি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এবারও সনিক তার দ্রুতগামী শক্তি এবং বুদ্ধিমত্তা দিয়ে আরও বড় চ্যালেঞ্জের মোকাবিলা করবে। এবারের সিনেমার গল্পে দেখা যাবে সনিক এবার নতুন কিছু শত্রুর মুখোমুখি হয়। আগের সিনেমাগুলোর মতোই, এটি সনিক এবং তার বন্ধুদের দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে তৈরি। যদিও সিনেমার গল্প নিয়ে এখনও কোনো কিছু বলেনি প্রযোজনা সংস্থা। তবে প্রকাশ হওয়া সিনেমার ট্রেলারের ইঙ্গিত পাওয়া গেছে যে, সনিক তার শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে নিজের শক্তিকে আরও নিখুঁতভাবে কাজে লাগাবে। সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন কলিন ও’ শাগনেসি এবং ইদ্রিস এলবা।