বিয়ের দাবি তুলে নির্বাচনী দায়িত্ব এড়ানো শিক্ষক বরখাস্ত

আগামী ১৭ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশে ভোট অনুষ্ঠিত হবে। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১১:০০ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১৭:১৯
নির্বাচনী দায়িত্ব পালনে বিয়ের দাবি জানানো ভারতের মধ্যপ্রদেশের সাতনার স্কুল শিক্ষক অখিলেশ কুমার মিশ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৩৫ বছর বয়সী অখিলেশ কুমার সাতনা জেলার অমরপাটনের মাহুদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃত পড়ান। আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে ভোট অনুষ্ঠিত হবে। রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ভোটের ডিউটি দেওয়া হয়েছে শিক্ষকদের। অন্যান্য শিক্ষকদের মতো অখিলেশ কুমারও নির্বাচনী কাজে যোগ দেওয়ার আদেশ পেয়েছিলেন। গত ১৬-১৭ অক্টোবর ভোট কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। কিন্তু প্রশিক্ষণে যাননি অখিলেশ কুমার।
গত ২৭ অক্টোবর অনুপস্থিতির কারণ দর্শানোর জন্য শিক্ষককে নোটিশ পাঠান জেলা প্রশাসক অনুরাগ বর্মা। জবাবে গত ৩১ অক্টোবর ওই শিক্ষক জানান, ‘বউ ছাড়া আমার বয়স পেরিয়ে যাচ্ছে। আমার রাত নষ্ট হয়ে গিয়েছে। আগে আমার বিয়ের ব্যবস্থা করুন।’ শিক্ষকের এমন জবাবে অবাক জেলা প্রশাসক।
জানা যায়, ওই শিক্ষক অবিবাহিত। তবে শুধু এমন উত্তর দিয়েই থেমে থাকেননি শিক্ষক। তিনি যৌতুকের কথাও বলেছেন। চিঠিতে শিক্ষক লিখেছেন, ‘আমি যৌতুকে সাড়ে ৩ লাখ টাকা চাই। নগদ বা অ্যাকাউন্টে পেমেন্ট হলেও চলবে। এছাড়া সিঙ্গরাউলি টাওয়ার বা সামদারিয়া আবাসনে আমাকে একটি ফ্ল্যাট দেওয়ার জন্য ঋণের ব্যবস্থা করতে হবে।’
শিক্ষকের জবাবে বাকরুদ্ধ জেলা প্রশাসক। তিনি বলেন, ‘আমার কিছুই বলার নেই।’ এরপর জেলা প্রশাসক ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। শিক্ষক দাবি, তার হাত ভেঙে গিয়েছে এবং তিনি মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন।
এদিকে, প্রশিক্ষণে উপস্থিত না থাকায় আরও বেশ কয়েকজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন।