ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

পোশাকশিল্পে হতাশার গল্পও আছে

পোশাকশিল্পে হতাশার গল্পও আছে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩ | ২২:৩৭

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্প অত্যন্ত কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। এ অবস্থা থেকে উত্তরণে তিনি সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানিয়েছেন। 

গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ফনিক্স টাওয়ারে আয়োজিত ‘পাবলিক স্পিকিং ইভেন্ট’ শিরোনামে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আয়োজন করে টেক্সটাইল ফোকাস ম্যাগাজিন।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক খাতে এখন সফলতার গল্প শোনা গেলেও এর পেছনে অনেক হতাশার গল্পও আছে। একসময় বিজিএমইএর সদস্য কারখানা ছিল ৬ হাজার ৮০০টি, যা বর্তমানে মাত্র ২ হাজার ৯০০। এর মধ্যে চলতি বছরে সদস্যপদ নবায়ন করেছে ২ হাজার ৩০০ কারখানা। বাকিদের কারখানা নানা কারণে বন্ধ হয়ে গেছে। আবার কেউ কেউ ঋণখেলাপি হয়ে গেছেন। বিদ্যমান সদস্যদের মধ্যে ১৬শ কারখানা পণ্য রপ্তানি করে থাকে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, বিজিএমইএর পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, আইটিইটির সভাপতি শফিকুর রহমান, হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কবির, ফ্যাশন গ্লোব গ্রুপ ও হা-মীম গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক জালাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পোশাক খাতের তরুণ উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিভিন্ন কারখানা, করপোরেট প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে ১০০ জনেরও বেশি প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন। 
ফারুক হাসান আরও বলেন, প্রতি বছর নতুন কারখানা হয়, আবার বন্ধও হয়ে যায়। কারণ সরকারি সংস্থাগুলোর ছাড়পত্র পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। এনবিআর, কাস্টমস, বন্ড, পুলিশ থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে।  

ফজলুল হক বলেন, চাকরির জন্য নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে। ব্যবসা করতে চাইলে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যত ছোট আকারের ব্যবসা হোক, সফল না হলেও যাতে অনেক লোকসানের মুখে পড়তে না হয়। 

জালাল আহমেদ বলেন, দেশের তৈরি পোশাক খাতে হা-মীম গ্রুপের অবদান ব্যাপক। তিনি পোশাক রপ্তানিতে এ গ্রুপের শীর্ষস্থান অর্জনের পেছনে নানা দিক তুলে ধরার পাশাপাশি গ্রুপের শ্রমিক-কর্মকর্তাদের দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে কথা বলেন। একই সঙ্গে ক্যারিয়ার গঠনে উৎসাহমূলক পরামর্শ দেন। 

আরও পড়ুন