- শিল্প-বাণিজ্য
- স্বর্ণের দাম ভরিতে কমল ২০৪১ টাকা
স্বর্ণের দাম ভরিতে কমল ২০৪১ টাকা
সমকাল প্রতিবেদক |
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২১
আপডেট: ০৯ মার্চ ২০২১
প্রকাশ: ০৯ মার্চ ২০২১ । আপডেট: ০৯ মার্চ ২০২১
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। এবার ভরিতে কমল ২০৪১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। নতুন দর কার্যকর বুধবার থেকে। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত থাকছে।
এর আগে গত ৩ মার্চ সর্বশেষ ভরিপ্রতি স্বর্ণের দাম কমে ১৫১৬ টাকা।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা আগে ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ প্রতিভরি বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা আগে ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে। ২২ ক্যারেট রূপা প্রতিভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।
বিষয় : স্বর্ণের দাম স্বর্ণ
মন্তব্য করুন