- শিল্প-বাণিজ্য
- শুদ্ধ-ডেলেক্সের অফিস পরিদর্শনে বিক্রয় ডটকমের বৈশ্বিক সিইও
শুদ্ধ-ডেলেক্সের অফিস পরিদর্শনে বিক্রয় ডটকমের বৈশ্বিক সিইও
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২১
আপডেট: ১১ মার্চ ২০২১
প্রকাশ: ১০ মার্চ ২০২১ । আপডেট: ১১ মার্চ ২০২১
শুদ্ধ ও ডেলেক্সের সিইও রফিকুল রঞ্জুর হাতে উপহার তুলে দিচ্ছেন বিক্রয় ডটকমের বৈশ্বিক সিইও নিলস হামের ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেবাস্টিয়ান ডালগ্রেন
অনলাইন শপ শুদ্ধ ডটকম এবং ডেলিভারি সার্ভিস ডেলেক্সবিডি ডটকমের অফিস পরিদর্শন করেছেন বিক্রয় ডটকমের বৈশ্বিক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিলস হামের। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেবাস্টিয়ান ডালগ্রেন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটি অফিসে যান বিক্রয় ডটকমের এ দুই বৈশ্বিক কর্মকর্তা।
তারা শুদ্ধ ডটকম ও ডেলেক্সবিডি ডটকমের অফিস ঘুরে দেখেন। এ সময় এ দুই কর্মকর্তা শুদ্ধের অর্গানিক পণ্যের সম্ভাবনার কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশে ডেলেক্স একটি বড় বাজার তৈরি করতে পারবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় শুদ্ধ ডটকম এবং ডেলেক্সবিডি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল রঞ্জু বলেন, 'আমরা সব সময় গ্রাহকদের আস্থা অর্জনকেই প্রধানত গুরুত্ব দিই। একই সঙ্গে পণ্য ও সেবার মানকে সেরা রাখার চেষ্টা করি।'
বিক্রয় ডটকমের বিষয়ে কিছু মতামত তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটির আরও সাফল্য কামনা করেন তিনি।
অফিস পরিদর্শনকালে রফিকুল রঞ্জুর হাতে শুদ্ধ ও ডেলেক্সের জন্য উপহার তুলে দেন বিক্রয় ডটকমের ২ বৈশ্বিক কর্মকর্তা।
বিষয় : শুদ্ধ ডটকম ডেলেক্সবিডি ডটকম বিক্রয় ডটকম
মন্তব্য করুন