ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ডিএসইতে সূচক বেড়েছে ২৫ পয়েন্ট লেনদেন বেড়েছে ৯৭ কোটি টাকা

শেয়ার বাজার

জাতীয় নির্বাচনের পরদিন শেয়ারবাজারে উত্থান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৪৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন সোমবার শেয়ারবাজারে ‍মূল্যসূচকের উত্থান হয়েছে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্টের বেশি। ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
সোমবার ডিএসইতে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ৩৪৪ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি টাকার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। নতুন বছরের শুরু থেকে গত কয়েক দিনের মধ্যে সূচক সবচেয়ে বেশি বেড়েছে গতকাল। আগের বৃহস্পতিবার সূচক বেড়েছিল ৮ পয়েন্ট। গতকাল ডিএসইএক্স বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০২ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১৬৯টি শেয়ারের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দর বৃদ্ধির বিবেচনায় শীর্ষ ১০টির মধ্যে এক নম্বরে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। এর দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মিডল্যান্ড ব্যাংকের ৬৯ লাখ ৫৯ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১০ কোটি ৪৯ লাখ টাকা। মাইডাস ফাইন্যান্স ছিল দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে। শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। বিডি থাই অ্যালুমিনিয়াম তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এর দর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে এবং সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুড, এফএএস ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। দর কমে যাওয়ার বিবেচনায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে ছিল স্ট্যান্ডার্ড সিরামিক। এর দর কমেছে ৯ শতাংশের বেশি। 

আরও পড়ুন

×