- শিল্প-বাণিজ্য
- কর্ণফুলীতে অস্ত্রসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
কর্ণফুলীতে অস্ত্রসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে খোয়াজনগর গ্রাম থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ৪টি ধারালো টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি সমকালকে শুক্রবার রাতে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
রাত হলেই তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকায় অস্ত্র দেখিয়ে ছিনতাই করত বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারদের তিনজন উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। তারা হলেন ইউনিয়নের খোয়াজনগর গ্রামের শওকত আলী (৩৬), মো. আসিফ (২১) ও জামাল উদ্দীন (২১)। বাকি দুজন হলো যশোর জেলার সাব্বির (২৬) ও শরীয়তপুরের মো. নীরব (১৯)। তারা দুজন চারপাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকত।
কর্ণফুলী থানার সাব ইন্সপেক্টর বেলায়েত বলেন, আগামী ১৫ জুন কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচন উপলক্ষে ইউনিয়নে সার্বক্ষণিক পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছিল। শুক্রবার (১০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের কালু মাঝির নির্মাণাধীন ভবনের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরেও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল। তারা বিভিন্ন সময় নেশা করে পথচারীদের ছুরি দেখিয়ে ছিনতাই করত। এ বিষয়ে একাধিক ব্যক্তি মৌখিক অভিযোগ জানিয়েছেন পুলিশকে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সমকালকে বলেন, খোয়াজনগর থেকে ৫ যুবককে বিদেশি টিপ ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। ১৫ জুন উপজেলায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে তারা সহিংসতায় অংশ নিতে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন