- শিল্প-বাণিজ্য
- চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ ও সিসাসহ দুবাইফেরত যাত্রী আটক
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ ও সিসাসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণ ও ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দা সদস্যরা বিমানবন্দর থেকে তাকে আটক করেন। স্বর্ণ ও সিসাসহ আটক মাসুদ রানার গ্রামের বাড়ি জামালাপুর জেলায়।
শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছলে সকাল ৮টার দিকে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এসব স্বর্ণ ও সিসার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা
শুল্ক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়।
এরপর তাকে আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা।
মন্তব্য করুন