স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সমৃদ্ধি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় শেখ জামাল স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। 

সমৃদ্ধি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠাণে সংগীত পরিবেশন করেন আরমান ও বাউল শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে বর্ণিল আতোশবাজি ফোটানো হয়।

হাজার হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত থেকে সমৃদ্ধি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। একই স্থানে আগামীকাল রোববার সন্ধ্যায় উৎসব অনুষ্ঠিত হবে।