- শিল্প-বাণিজ্য
- ডিজিটাল ফ্যাক্টরিং মার্কেট প্লেস ট্রেডএক্সের যাত্রা
ডিজিটাল ফ্যাক্টরিং মার্কেট প্লেস ট্রেডএক্সের যাত্রা

চালু হলো দেশের প্রথম ডিজিটাল ফ্যাক্টরিং মার্কেটপ্লেস ট্রেডএক্স। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সরবরাহ চেইনে অর্থায়ন সুবিধা দেওয়াই এর লক্ষ্য। ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থায়ন হবে দ্রুত, নিরাপদ ও প্রতিযোগিতামূলক। থিঙ্কবিগ সলিউশন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এটি চালু করেছে।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ট্রেডএক্সের উদ্বোধন অনুষ্ঠানে থিঙ্কবিগ সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসরুর রিয়াজ বলেন, এই প্ল্যাটফর্ম এসএমই উদ্যোক্তাদের জন্য দ্রুত ও সহজ শর্তে অর্থায়নের নিশ্চয়তা প্রদান করবে। অর্থায়ন এসএমই উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ট্রেডএক্সের অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।
থিঙ্কবিগের চেয়ারম্যান ও ডিসিসিআইর সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ব্যবসার প্রসার করতে পারবে। এটি তাদের জন্য অর্থায়নের বিকল্প সুযোগ সৃষ্টি করবে।
থিঙ্কবিগ সলিউশন্সের সিইও এবং সরবরাহ ব্যবস্থার অর্থায়ন সম্পর্কিত বিশেষজ্ঞ রাজা দেবনাথ বলেন, ২০১৭ সাল থেকে এই ধরনের একটি প্ল্যাটফর্ম চলছে ভারতে। এই প্ল্যাটফর্মে খেলাপি ঋণের হার নেই বললেই চলে।
বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মমিনুল ইসলাম বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ঋণের ঝুঁকি কম থাকবে। তবে পরিচালনায় কিছু ঝুঁকি থাকবে। উন্মুক্ত এই প্ল্যাটফর্মে সব ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যুক্ত হতে পারবে। আশা করা যায়, এই উদ্যোগ সফল হবে। তবে সময় লাগবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, করোনার কারণে সরবরাহ ব্যবস্থার ধরন বদলাচ্ছে। ট্রেডএক্স শুধু পণ্য সরবরাহকারীদের ঝামেলা কমাবে না, তাদের দ্রুত অর্থ পেতেও সহায়তা করবে।
অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যমান ব্যবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার জন্য বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সব প্রক্রিয়া শেষে ঋণ পেতে সময় লাগে। আবার জামানতের অভাবেও ঋণ পাওয়া যায় না। এতে ব্যবসা বাধাগ্রস্ত হয়। ট্রেডএক্সের মাধ্যমে দ্রুত অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।
প্রসঙ্গত, দেশে পণ্য সরবরাহের বিপরীতে চালানের মাধ্যমে যে লেনদেন হয়, তার প্রায় ৮০ শতাংশই এমএসএমই খাতের। অনেক প্রতিষ্ঠান বাকিতে পণ্য কেনাবেচা করে। সাধারণত বিক্রেতা বা সরবরাহকারী চালানপত্রের মূল্য পরিশোধের জন্য ক্রেতাকে তিন বা ছয় মাস সময় দেন। এ সময়ে চলতি মূলধন ঘাটতি হলে সরবরাহকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ট্রেডএক্সের উদ্বোধন অনুষ্ঠানে থিঙ্কবিগ সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. মাসরুর রিয়াজ বলেন, এই প্ল্যাটফর্ম এসএমই উদ্যোক্তাদের জন্য দ্রুত ও সহজ শর্তে অর্থায়নের নিশ্চয়তা প্রদান করবে। অর্থায়ন এসএমই উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ট্রেডএক্সের অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি।
থিঙ্কবিগের চেয়ারম্যান ও ডিসিসিআইর সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ব্যবসার প্রসার করতে পারবে। এটি তাদের জন্য অর্থায়নের বিকল্প সুযোগ সৃষ্টি করবে।
থিঙ্কবিগ সলিউশন্সের সিইও এবং সরবরাহ ব্যবস্থার অর্থায়ন সম্পর্কিত বিশেষজ্ঞ রাজা দেবনাথ বলেন, ২০১৭ সাল থেকে এই ধরনের একটি প্ল্যাটফর্ম চলছে ভারতে। এই প্ল্যাটফর্মে খেলাপি ঋণের হার নেই বললেই চলে।
বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মমিনুল ইসলাম বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ঋণের ঝুঁকি কম থাকবে। তবে পরিচালনায় কিছু ঝুঁকি থাকবে। উন্মুক্ত এই প্ল্যাটফর্মে সব ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যুক্ত হতে পারবে। আশা করা যায়, এই উদ্যোগ সফল হবে। তবে সময় লাগবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, করোনার কারণে সরবরাহ ব্যবস্থার ধরন বদলাচ্ছে। ট্রেডএক্স শুধু পণ্য সরবরাহকারীদের ঝামেলা কমাবে না, তাদের দ্রুত অর্থ পেতেও সহায়তা করবে।
অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যমান ব্যবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার জন্য বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সব প্রক্রিয়া শেষে ঋণ পেতে সময় লাগে। আবার জামানতের অভাবেও ঋণ পাওয়া যায় না। এতে ব্যবসা বাধাগ্রস্ত হয়। ট্রেডএক্সের মাধ্যমে দ্রুত অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।
প্রসঙ্গত, দেশে পণ্য সরবরাহের বিপরীতে চালানের মাধ্যমে যে লেনদেন হয়, তার প্রায় ৮০ শতাংশই এমএসএমই খাতের। অনেক প্রতিষ্ঠান বাকিতে পণ্য কেনাবেচা করে। সাধারণত বিক্রেতা বা সরবরাহকারী চালানপত্রের মূল্য পরিশোধের জন্য ক্রেতাকে তিন বা ছয় মাস সময় দেন। এ সময়ে চলতি মূলধন ঘাটতি হলে সরবরাহকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়।
মন্তব্য করুন