ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দেশে সয়াবিন তেলের দাম কেন বেশি জানালেন বাণিজ্যমন্ত্রী

দেশে সয়াবিন তেলের দাম কেন বেশি জানালেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ০২:১৫ | আপডেট: ০১ মে ২০২৩ | ০৯:০৮

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। যার জন্য যে সুফল পাওয়ার কথা, সেটি পাওয়া যাচ্ছে না। 

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তবুও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি যাচাই করবে।

এ সময় সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান, সয়াবিন তেলের দাম আরেক দফায় সমন্বয় করা হবে কি না? 

উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, শিগগির তারা (ট্যারিফ কমিশন) বসবে। কারণ, ব্যবসায়ীরা তো একটি দাবি দিয়েছেন, সেটি যৌক্তিক কি না, সে আলোচনা করা হবে। এক সপ্তাহের মধ্যেই ট্যারিফ কমিশন বসবে।

আরও পড়ুন

×