পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিশেয়ন অব বাংলাদেশ (ইউট্যাব) নেতারা বলেছেন, মানবাধিকার কর্মী সুলতানা কামাল সম্প্রতি ভারতীয় গণমাধ্যম 'ইন্ডিয়া টুডেতে' সাক্ষাতকার দিয়েছেন। এতে গুম নিয়ে সরকারের নীতির পক্ষেই সাফাই গেয়েছেন তিনি। যা দু:খজনক। সুলতানা কামাল গং এবং এসব পেশাজীবী সংগঠনের উদ্দেশ্য একটাই। আর সেটি হচ্ছে- অবৈধ আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখা। মূলত সুলতানা কামালের সাক্ষাতকারের সমর্থনে বক্তব্য দিয়ে এসব তথাকথিত পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি আওয়ামী ফ্যাসিবাদের পক্ষেই সাফাই গাইছেন। এটা তারই বহিঃপ্রকাশ।

শনিবার সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতীয় গণমাধ্যমে সাক্ষাতকার সুলতানা কামালের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ওই সাক্ষাতকারে তিনি গুম প্রসঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নিয়ে যেসব মন্তব্য করেছেন সে বিষয়ে দলটির অন্যতম মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও প্রতিবাদ জানিয়েছেন; এটিও তার গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। কিন্তু এ নিয়ে দেশের কথিত পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী এবং বিশিষ্টজনদের ব্যানারে যেসব বক্তব্য দেয়া হচ্ছে তাতে মূলত ব্যক্তি রিজভীকে নিয়ে বিষোদগার ও আপত্তিজনক মন্তব্য করা হচ্ছে। যা অনভিপ্রেত, অরুচিকর।