- শিল্প-বাণিজ্য
- অভ্যাসগত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় ঢাকা চেম্বার
অভ্যাসগত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় ঢাকা চেম্বার

অভ্যাসগত বা ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার। সংগঠনের নতুন কমিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠকে বলেছে, এ ধরনের খেলাপির কাছ থেকে দ্রুত ঋণ আদায়ের জন্য কঠোর হতে হবে এবং এর জন্য প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে হবে। ঢাকা চেম্বার মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করেন। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ঋণপত্র নিষ্পত্তিতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা সরবরাহে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানান তাঁরা।
বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, অর্থনীতি বর্তমানে তিনটি প্রধান চ্যালেঞ্জ মোকাবিলা করছে- ইউক্রেন যুদ্ধ, ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এবং চীনের বর্তমান কভিড পরিস্থিতি। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি বেশ স্থিতিশীল। তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এলসি মার্জিন নূ্যনতম করাসহ বেশ কিছু নীতিগত পদক্ষেপ নিয়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিছু নীতিগত পরিবর্তন এনেছে।
মন্তব্য করুন