চট্টগ্রামে জনতা ব্যাংকের ৩৩ বছরের পুরনো দুই কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় মডার্ণ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম নাজমুল হোসেনসহ সাত পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান আজ রোববার এ আদেশ জারি করেন। একই আদেশে সাতজনকে পাঁচ মাস করে সাজাও দেওয়া হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পরিচালকরা হলেন মাহমুদুর রহমান, একেএম নুরুল হোসেন, রোকেয়া হোসেন, এমএ সানা, মনোয়ারা বেগম ও রকা হোসেন।

আদালতের ব্যঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, ঋণ নিয়ে তা পরিশোধ না করায় জনতা ব্যাংকের লালদীঘি কর্পোরেট শাখা ১৯৯০ সালে অর্থঋণ আদালতে মামলা করেন। ১৯৯০ সালের ১ ডিসেম্বর দুই কোটি পাঁচ লাখ ৩৯ হাজার ১৮৩ টাকার ডিক্রি হয়। তারপর ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করায় ১৯৯২ সালের ২৩ নভেম্বর অর্থঋণ জারি মামলা করে ব্যাংক।

তাদের আবেদনে সুদ মওকুফ করে ১২ কিস্তিতে আসল এক কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৯৭২ টাকা পরিশোধ করার জন্য দায় নির্ধারণ করে ব্যাংক। এরপর পাঁচ লাখ টাকা পরিশোধ করলেও আর কোনো টাকা পরিশোধ করেননি। তারপর ব্যাংকের আবেদনের উপর শুনানি শেষে তাদের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।