বাংলাদেশের ব্যাংকিংখাতে অবদান রাখায় 'সুপারব্র্যান্ড' হিসেবে ২০২৩-২০২৪ সালের জন্য স্বীকৃতি লাভ করেছে আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি। যার ফলে দি হংকং এবং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) এর সাফল্য গাথায় যোগ হলো আরও একটি নতুন অধ্যায়। 

শনিবার রাজধানীর শেরাটন হোটেলে সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৩-২০২৪ অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৯টি অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি এইচএসবিসিও স্বীকৃতি পেয়েছে সুপারব্র্যান্ড হিসেবে।

সুপারব্র্যান্ডের এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের সবচেয়ে সফল এবং প্রভাবশালী ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদানের এক আয়োজন। এই অ্যাওয়ার্ড বাংলাদেশের সুপারব্র্যান্ডগুলোকে গ্রাহক ও ভোক্তাদের জীবনে রাখা ইতিবাচক অবদানের এবং ব্যবসায়িক সেবার ক্ষেত্রে তাদের অনস্বীকার্য ভূমিকার জন্য সম্মাননা দিয়ে থাকে।

এইচএসবিসি বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির রিটেইল (ওয়েলথ অ্যান্ড পার্সোনাল) ব্যাংকিং প্রধান তানমি হক। তিনি বলেন, আমাদের যেকোনো সেবার এবং সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু আমাদের গ্রাহকরা। আজকের এই স্বীকৃতি আমাদের গ্রাাহকদের প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধতা ও তাদের সামগ্রিক ব্যাংকিং চাহিদা মেটাতে আমাদের ক্রমাগত প্রচেষ্টার একটি স্মারক। আমরা কৃতজ্ঞ আমাদের গ্রাহকদের বিশ্বাস, ভালবাসা এবং সমর্থনের জন্য, কেননা তাদের আস্থাই আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণা।

১৯৯৪ সালে চালু হওয়া সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড বর্তমান সময়ে ব্র্যান্ড সফলতার ও জনপ্রিয়তার এক বিশিষ্ট প্রতীক। ব্র্যান্ড কাউন্সিল নামে পরিচিত বিভিন্ন ব্যাবসায়িক খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন এবং স্বেচ্ছাসেবী প্যানেলের সাহায্যে এবং একটি নিরপেক্ষ ও কঠোর প্রক্রিয়ার মাধ্যমে সুপারব্র্যান্ডগুলো নির্বাচন করা হয়ে থাকে।

গ্রাহকের প্রতি দায়িত্বশীল একটি ব্র্যান্ড হিসেবে ব্যাংকিংখাতের সামগ্রিক উন্নয়ন সমর্থন করার জন্য এইচএসবিসি দীর্ঘস্থায়ীভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন গ্রাহকবান্ধব পণ্য ও পরিষেবার মাধ্যমে সমাজের সদস্যদের জীবনে অর্থপূর্ণ প্রভাব রাখার উদ্দেশ্যে এইচএসবিসি কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।