সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের বীরউত্তম শওকত আলী রোডের শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশের উপশাখা উদ্বোধন করা হয়েছে।

পার্সোনাল এবং করপোরেট ব্যাংকিং উভয় প্রকার সেবার সুবিধা নিয়ে উপশাখাটি গুলশান শাখার অধীনে পরিচালিত হবে।

উপশাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি এশিয়া-প্যাসিফিকের কো-চিফ এক্সিকিউটিভ সুরেন্দ্র রোসা, ইউনিলিভার বাংলাদেশের সিইও জাভেদ আখতার, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান প্রমুখ।