- শিল্প-বাণিজ্য
- এসকোয়্যার ইলেকট্রনিকসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
এসকোয়্যার ইলেকট্রনিকসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

অনলাইনে কেনাকাটায় পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানে ইলেকট্রনিকস পণ্য কোম্পানি এসকোয়্যার ইলেকট্রনিকসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি ঢাকায় চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং এসকোয়্যার ইলেকট্রনিকসের ডিরেক্টর আজমান আরিফ রহমান।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল, মার্চেন্ট অ্যাকোয়্যারিংয়ের সিনিয়র ম্যানেজার মানস বণিক, হেড অব অ্যালায়েন্সেজ আশরাফুল আলম, এসকোয়্যার ইলেকট্রনিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মন্জুরুল করিম, ম্যানেজার হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন