- শিল্প-বাণিজ্য
- এফডিআই বাড়াতে যুগোপযোগী করতে হবে সালিশ আইন
এফডিআই বাড়াতে যুগোপযোগী করতে হবে সালিশ আইন

আইসিসি বাংলাদেশ আয়ােজিত ওয়েবিনারে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যরা - ফটাে রিলিজ
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে আরও বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করা দরকার। আর বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসায়িক দ্বন্দ্ব বা সমস্যা মেটাতে সালিশ আইন যুগোপযোগী করতে হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সালিশ আদালতের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল আইসিসি বাংলাদেশ আয়োজিত ওয়েবিনারে এ কথা বলেন বক্তারা। ১৯২৩ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠিত আইসিসি সালিশ আদালতের সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে। তবে বিশ্বের ১০০ শহরে এ সালিশ আদালত বসে। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিসি সালিশ আদালতের মহাসচিব আলেকজান্ডার ফেসাস।
আইসিবি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ। বিদেশিরা কোনো দেশের বিনিয়োগের আগে চিন্তা করেন ব্যবসায়িক দ্বন্দ্ব হলে সালিশ আদালতের রায় কতটা সহজে কার্যকর হয়।
আইসিসি আদালতের সভাপতি ক্লডিয়া
সলোমন বলেন, বিভিন্ন দেশের ব্যবসায়িক বিবদমান পক্ষের মধ্যে বিবাদ মীমাংসার জন্য সালিশ আদালতকে প্রথম বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাঁরা।
আইসিসিবির নির্বাহী পরিষদের সদস্য ও এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, আন্তর্জাতিক সালিশে দক্ষতাসম্পন্ন বিশেষ বিচারক ও আইনজীবীদের পাওয়া বাংলাদেশের জন্য একটি সত্যিকারের চ্যালেঞ্জ। আরেক সদস্য কুতুব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জন্য বিদেশি সালিশের রায় কার্যকর করার প্রাথমিক চ্যালেঞ্জ হলো, এখানে আইনি কাঠামোর অভাব আছে। এ দেশের আইন ২১ বছরের পুরোনো।
ওয়েবিনারে আরও বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি মো. সামীর সাত্তার, সুপ্রিম কোর্টের আইনজীবী মারগুব কবির, এসএএসইসি ঢাকা-সিলেট করিডোর সড়কের অতিরিক্ত প্রকল্প পরিচালক এবিএম সেরতাজুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন