- শিল্প-বাণিজ্য
- ‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ বইটি ইতিহাসের অনন্য দলিল
প্রকাশনা উৎসবে বক্তারা
‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ বইটি ইতিহাসের অনন্য দলিল

বিশিষ্ট চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরী রচিত ‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ গ্রন্থের প্রকাশনা উৎসব জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।
কবি আল মুজাহিদীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির প্রকাশক সূচীপত্রের প্রধান নির্বাহী সাঈদ বারী। আলোচনায় অংশ নেন নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক কবি আবদুল হাই শিকদার, বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ আবদুল হাই সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বীর মুক্তিযোদ্ধা ও ইসলামী ব্যাংকের পরিচালক জয়নাল আবেদীন, কবি সালেম সুলেরী, লেখক ও প্রকাশক ফোরকান আহমদ, সমাজসেবক খান নজরুল ইসলাম হান্নান, অভিনয়শিল্পী আজাদ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, আমরা যা দেখছি, যা শুনছি তা পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে তুলে ধরা আমাদের দায়িত্ব। শফি বিক্রমপুরী সে দায়িত্ব অত্যন্ত সুচারুরূপেই পালন করেছেন। তাঁর ‘আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর’ বইটি মহানগরী ঢাকার অতীত ও বর্তমানের স্মারক হয়ে থাকবে।
আবদুল হাই সিদ্দিক বলেন, আমার দেখা ঢাকার পঁচাত্তর বছর বইটি ঢাকা মহানগরীর ইতিহাসের একটি অনন্য দলিল। যাঁরা এই মহানগরীকে নিয়ে গবেষণা করতে আগ্রহী, তাঁদের জন্য এটি রেফারেন্স বুক হিসেবে কাজে লাগবে।
মন্তব্য করুন