- শিল্প-বাণিজ্য
- ঋণখেলাপি দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঋণখেলাপি দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি
ঢাকা ব্যাংকের ১০ কোটি টাকার ঋণখেলাপি চট্টগ্রামের মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের স্বত্বাধিকারী দুই পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ওই দুই ব্যবসায়ী হলেন– মোহাম্মদ আমিনুল করিম ও মোহাম্মদ নুরুল আবছার।
আদালত থেকে জানা যায়, ঢাকা ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি মেসার্স একে এন্টারপ্রাইজের মালিক আমিনুর করীম ও নুরুল আবছার। এটি ইলিয়াছ ব্রাদার্স গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ঋণখেলাপি হওয়ায় ওই দু’জনের বিরুদ্ধে ২০২০ সালের ১৪ নভেম্বর অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংকটি। বৃহস্পতিবার ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদন করে জানানো হয়, দুই ঋণখেলাপির ব্যাংকের অর্থ পরিশোধ না করেই বিদেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও করা হয়। শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
মন্তব্য করুন