- শিল্প-বাণিজ্য
- বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, পালানোর সময় ডাকাতদের পিকআপচাপায় পথচারী নিহত
বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, পালানোর সময় ডাকাতদের পিকআপচাপায় পথচারী নিহত

ছবি-সংগৃহীত
বোমা ফাটিয়ে লক্ষ্মীপুর পৌর শহরের এক স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের ব্যবহৃত পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে শহরের ‘আর কে শিল্পালয়ে’ এ ঘটনা ঘটে। এছাড়া ডাকাতদের হামলা ও ধারাল অস্ত্রের আঘাতে আহত স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
জানা যায়, ডাকাতদের পিকআপ চাপায় নিহত শফিকুল্লাহ (৬৫) বাড়ি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুরে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে ১০-১৫ জনের একদল সশস্ত্র ডাকাতরা পৌর শহরের লক্ষ্মীপুর চৌধুরী মার্কেটের স্বর্ণের দোকান আর কে শিল্পালয়ে প্রবেশ করে এবং বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণ ব্যবসায়ী অপু কর্মকারকে কুপিয়ে জখম করে। পরে দোকানে থাকা স্বর্ণ ও গয়না নিয়ে পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়। পরে তারা পিকআপ ভ্যান নিয়ে পালাতে গিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেন। এতে একজন মারা যান।
পরে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ডাকাতদলের দুইজনকে আটক করে। তবে ঘটনা তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এখনও জানায়নি পুলিশ। ঘটনার পর থেকে লক্ষ্মীপুর পৌর শহরে ডাকাত আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। পরে এক ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ব্যবসায়ীরা তাদের দোকান খুলেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলে উদ্দিন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাদের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর চিকিৎসা চলছে। ডাকাত দলের পিকআপের চাপায় এক পথচারী নিহত হয়। এছাড়া এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন