- শিল্প-বাণিজ্য
- অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে: শিল্পমন্ত্রী
অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে: শিল্পমন্ত্রী

এনবিএফআই মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্পোন্নয়নে এনবিএফআইয়ের ভূমিকা অনেক। তাদের কার্যক্রম আরও গতিশীল করতে গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে। ফটকা বা অসাধু ব্যবসায়ীদের বিষয়ে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন তারা সুযোগ না নিতে পারে। বুধবার ‘এনবিএফআই সংযোগ ২০২৩’ মেলায় তিনি এ কথা বলেন।
বিভিন্ন নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) তাদের সেবা নিয়ে এ আয়োজনে অংশ নেয়। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং বিএলএফসিএ চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। যৌথভাবে এ মেলার আয়োজন করে বণিক বার্তা ও বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)।এনবিএফআইয়ের সেবা ও কার্যক্রম তুলে ধরার প্রয়াসে বণিক বার্তা ও বিএলএফসিএ দিনব্যাপী এ সংযোগের আয়োজন করে। এর অংশ হিসেবে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে ‘মিট দ্য লিডারস’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম প্রমুখ।
বিকেলে ‘বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক মিজানুর রহমান।
মন্তব্য করুন