- শিল্প-বাণিজ্য
- বসুন্ধরা রেডিমিক্সে পঞ্চম ইউনিট উদ্বোধন
বসুন্ধরা রেডিমিক্সে পঞ্চম ইউনিট উদ্বোধন

বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ রেডি কংক্রিট পণ্য উৎপাদনের জন্য নতুন পঞ্চম রেডিমিক্স প্লান্ট চালু করেছে। শনিবার বসুন্ধরা রেডিমিক্সের সিওও মির্জা মুজাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের ভূলতায় আনুষ্ঠানিকভাবে প্লান্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের টেকনিক্যাল অ্যাডভাইজার ও বুয়েটের সাবেক প্রফেসর ড. সৈয়দ ফখরুল আমিন।
বসুন্ধরা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্লান্ট প্রতি ঘণ্টায় ১২০ ঘনমিটার কংক্রিট উৎপাদন করার ধারণক্ষমতাসম্পন্ন এবং ভূলতা, আড়াইহাজার, গাউছিয়া, জাপানি ইপিজেড, নরসিংদী এবং আশপাশের এলাকায় ছোট থেকে বড় আকারের নির্মাণ প্রকল্পে সহায়তা করবে।
মন্তব্য করুন