- শিল্প-বাণিজ্য
- ঋণের সুদ অস্বাভাবিক হারে বাড়বে না
ঋণের সুদ অস্বাভাবিক হারে বাড়বে না

রপ্তানির স্বার্থে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ব্যাংকের সুদহার আর না বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গভর্নর ব্যবসায়ী সংগঠনের নেতাদের আশ্বাস দিয়েছেন, হঠাৎ করে অস্বাভাবিক হারে সুদহার বাড়বে না। তবে ধাপে ধাপে সামান্য বাড়তে পারে।
এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুবুল আলম বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার না বাড়ানোর অনুরোধ জানান। তিনি বলেন, সুদের হার বাড়ালে ব্যবসা খরচ বেড়ে যাবে এবং স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া সংকটের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল অবস্থা বিবেচনায় নিয়ে সব খাতের জন্য ঋণ পুনঃতপশিল সুবিধা দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। নির্ধারিত দামে যেন ব্যবসায়ীরা ডলার কিনতে পারেন, সেজন্য গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন এফবিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই সভাপতির অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, হঠাৎ করে অস্বাভাবিকভাবে সুদহার বেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুদহার অস্বাভাবিক হারে বাড়বে না। বর্তমান পদ্ধতি অনুসারে সামান্য পরিমাণ ধাপে ধাপে বাড়তে পারে।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, দেশের অর্থনীতিকে বেগবান করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তারাও বলিষ্ঠ ভূমিকা রাখছেন। কিন্তু ব্যবসা পরিচালনা এবং সম্প্রসারণের জন্য নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি এখনও সহজ হয়নি। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোরও উৎসাহ কম। ঋণ পাওয়ার জন্য একজন নারী উদ্যোক্তাকে তার বাবা, ভাই কিংবা স্বামীকে জামানতকারী হিসেবে দেখাতে হয়। কোনো নারীকে জামানতকারী হিসেবে দেখালে ব্যাংকগুলো তা গ্রহণ করতে চায় না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ সর্বোচ্চ ৫০ লাখ টাকায় উন্নীত করার আহ্বান জানান তিনি।
নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংকগুলো যেন নারীদেরও জামানতকারী হিসেবে গ্রহণ করে সেজন্য সম্প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন