ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

‘নীরবতা ভেঙে’ জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মোদি

‘নীরবতা ভেঙে’ জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মোদি

ভলোদিমির জেলেনস্কি ও নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ২২:১৫ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ২২:১৯

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। নিজ নিজ অবস্থান থেকে একে আগ্রাসী ও আক্রমণাত্মক আখ্যায়িত করে রুশ সেনাদের ফিরিয়ে নিতে আহ্বান জানাচ্ছে অনেক দেশ। কিন্তু এতসবের মধ্যে অনেকটা নীরব ভূমিকাই পালন করছে ভারত। সোমবার সেই নীরবতা ভাঙতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির সরকারের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কখন, কীভাবে, ঠিক কী বিষয়ে কথা হবে, সে সম্পর্কে কিছু জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

প্রায় ১২ দিন হয়ে গেছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চলছে। গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস হয়েছে। তিন শতাধিক বেসমরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের। অন্তত দেড় মিলিয়ন লোক বাস্তুচ্যুত হয়েছেন। ঠিক এ মুহূর্তে এসে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদি।

>> ইউক্রেনে রাশিয়ার হামলা: ভারত কেন চুপ?

গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন বসে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। এ সময় ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

আরও পড়ুন

×