ভারতে ট্রেনের ধাক্কায় ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০০:৫৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০১:০১
ভারতের অন্ধ্রপ্রদেশে কোণার্ক এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ছয় জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েক জন। সোমবার রাতে শ্রীকাকুলামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি শ্রীকাকুলামের বটুয়া গ্রামের কাছে থেমে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই মুহূর্তে বিপরীত দিক দিয়ে আসা কোণার্ক এক্সপ্রেস ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এ সময় কেউ কেউ সরে যাওয়ার সুযোগ পেলেও বেশ কয়েকজন যাত্রী রেললাইন থেকে সরে যাওয়ার সুযোগ পাননি।
শ্রীকাকুলামের পুলিশ সুপার জি আর রাধিকা জানিয়েছেন, এখন পর্যন্ত তারা ছয়টি মৃতদেহ শনাক্ত করেছেন।
এদিকে, ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি।
- বিষয় :
- ভারত
- অন্ধ্রপ্রদেশ
- ট্রেনের ধাক্কা