ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শ্রীলঙ্কার প্রত্যেক এমপির নিরাপত্তায় ৬ জন পুলিশ, একজন এসআই

শ্রীলঙ্কার প্রত্যেক এমপির নিরাপত্তায় ৬ জন পুলিশ, একজন এসআই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২২ | ০৭:১৯ | আপডেট: ১৩ মে ২০২২ | ০৭:১৯

শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রত্যেক সংসদ সদস্যের নিরাপত্তায় ছয়জন পুলিশ সদস্য ও একজন উপপরিদর্শক (এসআই) নিয়োজিত থাকবেন।

মন্ত্রিসভার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুলিশের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে, কারা এই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সংসদ সদস্যদের মধ্যে কারা এই নিরাপত্তা নিতে চান, তাদেরও তালিকা চাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালান মাহিন্দা রাজাপক্ষের সমর্থকেরা। এ হামলার পর পাল্টা হামলা শুরু হয়। ওই সহিংসতার সময় এক সংসদ সদস্যের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হন এবং একজন আহত হন। এরপর সেই সংসদ সদস্য আত্মহত্যা করেন।

পরে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে দেশটির সেনাসদস্য ও পুলিশকে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়। তবে গত বুধবার থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন

×