৮০ শতাংশ ভারতীয় অন্তত একটি ছেলেসন্তান চান: জরিপ

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৪:৩০ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৪:৩০
ভারতের ৮০ শতাংশ নাগরিক অন্তত একটি ছেলেসন্তান চান বলে দেশটির সরকারি এক জরিপে উঠে এসেছে। খবর বিবিসির।
জাতীয় পরিবার জরিপ বলছে, এতে অংশগ্রহণকারী প্রায় ৮০ শতাংশ বলেছেন, তারা নিজেদের জীবদ্দশায় অন্তত একটি পুত্রসন্তান চান। এটি পারিবারিক পর্যায়ে বিস্তৃতভাবে ভারত সরকারের পরিচালিত জরিপ।
ছেলেসন্তানেরা বংশগত উপাধির ধারাবাহিকতা বজায় রাখেন। বৃদ্ধ মা-বাবার দেখাশোনার দায়িত্ব নেন। অন্যদিকে কন্যাসন্তানেরা বিয়ের পর অন্য পরিবারে চলে যান। তাদের বিয়েতে যৌতুক দিতে হয়। এসব কারণে ছেলেসন্তানের আকাঙ্ক্ষা বেশি।
জরিপ পরিচালনাকারীরা বলছেন, এ ধরনের মনোভাবের জন্য প্রায় ১০০ বছর ধরে দেশটিতে নারীর তুলনায় পুরুষ বেশি। ২০১১ সালে পরিচালিত সর্বশেষ জরিপ অনুসারে প্রতি ১ হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ৯৪০। একই বছর প্রতি ১ হাজার ছেলেশিশুর বিপরীতে মেয়েশিশুর সংখ্যা ৯১৮।
২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের জরিপ পরিচালিত হয়। এতে আগের বছরের তুলনায় ভারতের জনসংখ্যায় নারী ও পুরুষের আনুপাতিক হারে উন্নতি দেখা গেছে। জরিপে এই প্রথমবারের মতো ভারতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দেখা গেছে।