তেহরানে বন্যায় নিহত ১৮

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৭:২১ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০৭:২১
ইরানের রাজধানী তেহরানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আনাদোলুর।
খবরে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গ্রামে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
ন্যাশনাল ক্রাইসিস সেন্টারের প্রধান হাসান নামি বলেন, পূর্ব তেহরানের ভেসকার গ্রামে বন্যায় একজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি গাড়ি।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মেরজদারান গ্রামে সবচেয়ে খারাপ। সেখানে ছয়জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) তথ্যমতে, রেড ক্রিসেন্ট রিলিফ ও রেসকিউ সংস্থার প্রধান মুরতাজা মুরাদিপুর ঘোষণা দিয়েছেন, তেহরানের উত্তর-পশ্চিমের গ্রাম ইমামজাদেহ দাউদের আগে ছয়জন নিহত হয়েছেন। সেখান থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রামটিতে এখনো নিখোঁজ ১৯ জনের সন্ধানে অভিযান চলছে।
মুরাদিপুর বলেন, সাত শতাধিক লোক ওই গ্রাম থেকে সরানো হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি জানায়, তেহরানের উত্তরপশ্চিমের কেন নদীতে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ইমামজাদেহ দাউদ গ্রামে নিখোঁজ হওয়া ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, ওই এলাকায় শনিবার ও রোববারও ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।