চীনের হুমকির মধ্যেই তাইওয়ানে পেলোসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৯:৩৮ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১২:৩১
চীনের অব্যাহত হুমকির মধ্যেই এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি তাইওয়ানে পৌঁছান। তাকে একটি প্রতিনিধি দল স্বাগত জানায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। যদিও তাইওয়ান নিজেকে মনে করে স্বাধীন রাষ্ট্র হিসেবে।
এদিকে পেলোসির এ সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংকট তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। যদিও ওয়াশিংটন তাইওয়ানকে এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
এর আগে পেলোসি যদি তাইওয়ান সফর করেন তবে ‘গুরুতর পরিণতির’ হুমকি দিয়েছিল চীন। তিনি ২৫ বছরের মধ্যে দ্বীপটিতে সফর করা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত ব্রিফিংয়ে বলেন, চীনের সার্বভৌম নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ন করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায় বহন করতে হবে এবং মূল্য দিতে হবে।
মঙ্গলবার সকালে, চীনা যুদ্ধজাহাজ এবং বিমান বারবার তাইওয়ান প্রণালীর মধ্যবর্তী লাইনে প্রবেশ করেছে। আর পেলোসির সফরের আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরীসহ নৌবাহিনীর চারটি জাহাজ তাইওয়ানের পূর্বে জলসীমায় মোতায়েন করা হয়েছে।
তাইওয়ানের বিশেষজ্ঞরা বলছেন, এ সফরকে কেন্দ্র করে বেইজিংয়ের প্রতিক্রিয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয়টিই হতে পারে।
তাইওয়ানের গণমাধ্যম বলছে, বুধবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন ন্যান্সি পেলোসি। এরপর তিনি তাইওয়ানের পার্লামেন্টে যাবেন। এ ছাড়া তিনি মানবাধিকার জাদুঘরেও যাবেন।
রোববার পেলোসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এশিয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করে। এ সফরে ওই দলের সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার কথা রয়েছে।
- বিষয় :
- তাইওয়ান
- চীন
- হুমকি
- যুক্তরাষ্ট্র
- ন্যান্সি পেলোসি