অর্পিতার নখ-সজ্জার দোকান সিলগালা
ছবি- সংগৃহীত।
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১০:৪২ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১০:৪৫
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নখ-সজ্জার দোকান সিলগালা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতার পাটুলিতে দোকানটি যে ভবনে অবস্থিত তার মালিককে দীর্ঘ জেরা করা হয়েছে। তিনি তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাস।
সর্বশেষ গত শুক্রবার খোলা হয়েছিল দোকানটি। তারপর থেকে টানা বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুরের পর দোকানটিতে যান ইডি আধিকারিকরা। তাঁদের দাবি, এর মালিক অর্পিতা মুখোপাধ্যায়। ঘণ্টা তিনেক সেখানে ছিলেন ইডি আধিকারিকরা।
এ সময় এলাকার তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎকে ডেকে ইডি জানতে চায়, এই দোকান কেনা, ভাড়া বা লিজ নেওয়ার ক্ষেত্রে অর্পিতাকে কাউন্সিলর সাহায্য করেছিলেন কিনা? কারণ, ওই বাড়িটি প্রসেনজিতের।
তল্লাশি শেষে দোকান থেকে বের হওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে বেশ কিছু নথিপত্র দেখা গেছে। যাওয়ার আগে ইডির দল দোকানটির শাটার নামিয়ে তাতে একটি নোটিশ ঝুলিয়ে দেয়। এতে দোকানটি সিলগালা করা হলো বলে জানানো হয়েছে।