ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

মিয়ানমার সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

সের্গেই ল্যাভরভ। ছবি: তাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১১:৫২ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১১:৫৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মিয়ানমার সফরে যাচ্ছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানান। খবর তাসের।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মিয়ানমারের শীর্ষ কূটনীতিক উন্না মং লুইনের সঙ্গে আলোচনার জন্য ৩ আগস্ট দেশটি সফর করবেন।

জাখারোভা আরও বলেন, রাশিয়ার এ শীর্ষ কূটনীতিকের মিয়ানমার সফরটি ওয়ার্কিং ভিজিট। এ সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ও নেতাদের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ সফরে রাশিয়া-মিয়ানমার সম্পর্ক, রাজনৈতিক সংলাপ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে মিথষ্ক্রিয়া এবং সর্বোপরি মানবিক সম্পর্কের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় এ সফরে গুরুত্ব পাবে বলে জানান জাখারোভা।

whatsapp follow image

আরও পড়ুন

×