ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

সফরের জন্য পেলোসিকে ধন্যবাদ জানাল তাইওয়ান

সফরের জন্য পেলোসিকে ধন্যবাদ জানাল তাইওয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:৩৩ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ১২:৩৩

তাইওয়ান সফরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে ধন্যবাদ জানিয়েছে দ্বীপটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে টুইটারে করা এক পোস্টে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসি ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের কিছু ছবিও পোস্ট করেছে। খবর আলজাজিরার।

টুইটে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, তাইওয়ানে ন্যান্সি পেলোসিকে স্বাগতম। সমর্থন দেওয়ার জন্য এতটা পথ পাড়ি দিয়ে আসায় আপনি ও প্রতিনিধি দলকে ধন্যবাদ।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছান। তাকে দেশটির একটি প্রতিনিধি দল স্বাগত জানায়। পেলোসির এ সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংকট তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। যদিও ওয়াশিংটন তাইওয়ানকে এখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। পেলোসি ২৫ বছরের মধ্যে দ্বীপটিতে সফর করা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা। 

এদিকে এ সফরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, চীনের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় সামরিক মহড়া চালানো হবে।

পৃথকভাবে, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বলছে, তারা মঙ্গলবার রাতে তাইওয়ান প্রণালির কাছে যৌথ সামরিক মহড়া চালাবে এবং প্রচলিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে তাইওয়ানের পূর্বে সাগরে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পেলোসির এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে।

তাইওয়ানের বিশেষজ্ঞরা বলছেন, এ সফরকে কেন্দ্র করে বেইজিংয়ের প্রতিক্রিয়া স্বল্প ও দীর্ঘমেয়াদী উভয়টিই হতে পারে।

রোববার পেলোসির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এশিয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করে। এ সফরে ওই দলের সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার কথা রয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×