ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কংগ্রেসের পরবর্তী সভাপতি কি গহলৌত?

কংগ্রেসের পরবর্তী সভাপতি কি গহলৌত?

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহৌলত-ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০২:৩৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০২:৪১

কংগ্রেসের সভাপতি কে হবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ দিকে ভারতীয় সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, রাহুল দলের সভাপতিত্ব করতে নারাজ। এমনকি সনিয়া বা প্রিয়ঙ্কা গান্ধীর মধ্যে কেউ সভাপতি হন, তাও চাইছেন না রাহুল। সে ক্ষেত্রে কংগ্রেস সভাপতি হিসেবে দেখা যেতে পারে রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গহলৌতকে।

তবে আজ বুধবার এ বিষয়ে গহলৌত বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।

কংগ্রেসের মাধ্যমে ২০২১ সালে জানানো হয়েছিল, চলতি বছরের ২১ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে এখনও অবশ্য কংগ্রেসের সভাপতি নির্বাচনের দিনক্ষণ জানানো হয়নি। এরই মধ্যে মঙ্গলবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী গহলৌতের সঙ্গে বৈঠক করেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সনিয়া সেই বৈঠকে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গহলৌতকে দলের দায়িত্বভার নেওয়ার অনুরোধ জানান।

এ প্রসঙ্গে আজ গহলৌতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এটা সংবাদমাধ্যমের সূত্রেই জানলাম। আমি নিজে এ বিষয়ে কিছুই জানি না। দলের তরফে আমায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা পালন করার চেষ্টা করছি মাত্র। 

এর আগে দলের সভাপতি হিসেবে রাহুলের পক্ষে সায় দিয়ে গহলৌত বলেছিলেন, রাহুল সভাপতি না হলে দলের নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পড়বেন। অনেক কর্মী-সমর্থক ঘরে বসে যাবেন। কর্মী-সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই রাহুলের দলীয় সভাপতি পদ গ্রহণ করা উচিত।

দলের নতুন সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে, তা নিয়ে কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যেও নানা প্রশ্ন এবং বিভ্রান্তি আছে। এ বিষয়ে কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কেসি বেণুগোপাল টুইট করে জানান, কংগ্রেস সভাপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ২৮ অগস্ট বিকেলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে। ভার্চুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করবেন সনিয়া গান্ধী।

আরও পড়ুন

×