ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

কলকাতায় বাংলাদেশি সাংবাদিকদের প্রেস ক্লাবের যাত্রা

কলকাতায় বাংলাদেশি সাংবাদিকদের প্রেস ক্লাবের যাত্রা

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১১:০৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১১:১৮

কলকাতায় পথ চলা শুরু করেছে বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রথম ও একমাত্র প্রেস ক্লাব ‘ইন্দো-বাংলা প্রেস ক্লাব’। কলকাতার এন্টালি থানার অন্তর্গত সিআইটি পদ্মপুকুরে অবস্থিত অস্থায়ী কার্যালয় থেকে বুধবার শুরু হলো কার্যক্রম।

প্রেস ক্লাবের সভাপতি হন এটিএন নিউজের কিংশুক চক্রবর্তী, সহসভাপতি হয়েছেন একাত্তর টেলিভিশনের সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক হয়েছেন চ্যানেল ২৪ এবং সমকালের প্রতিনিধি শুভজিৎ পুততুন্ডু, কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের দীপক দেবনাথ, আহ্বায়ক হয়েছেন নিউজ ২৪ এর ভাস্কর সরদার।

বোর্ড সদস্য হিসেবে থাকছেন যমুনা টেলিভিশনের সুকান্ত চট্টোপাধ্যায় ও এটিএন নিউজের ধর্মেন্দ্র সিং। আমন্ত্রিত মুখ্য উপদেষ্টা করা হয় এটিএন বাংলার ডিরেক্টর তপন রায়কে।

ভারতের সাংস্কৃতিক পীঠস্থান বলা হয় কলকাতাকে। একসময় দেশটির রাজধানী ছিল এই কলকাতা। কিন্তু কলকাতায় কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের কোনো সংগঠন ছিল না, ছিল না কোনো প্রেস ক্লাব। চেষ্টা যে করা হয়নি তা নয়, কিন্তু নানা কারণে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল না।

অবশেষে সেই সব গণমাধ্যমেরকর্মীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ স্বপ্ন সফল হলো। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার বিকালে ‘ইন্দো-বাংলা প্রেস ক্লাব’ নামে এই সংগঠনের শুভ সূচনা হলো। কেক কেটে এই প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি কিংশুক চক্রবর্তীর সভাপতিত্বে এই অনুষ্ঠানের শুরু হয়। বক্তব্যের শুরুতেই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী এই সংগঠনের প্রয়োজনীয়তা বিস্তারিত ব্যাখ্যা দেন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি অমর সাহা, চ্যানেল ২৪ এর ভিডিও জার্নালিস্ট বিক্রম লাহা, জাগো নিউজ-২৪ এর প্রতিনিধি জ্যোতির্ময় দত্ত, ইত্তেফাকের প্রতিনিধি তারিক হাসান, প্রথম আলোর চিত্র সাংবাদিক ভাস্কর সরদার, দৈনিক সংবাদের প্রতিনিধি দীপক মুখার্জি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী প্রমুখ।

আরও পড়ুন

×