ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

মাহসা আমিনির মৃত্যু

ইরানে হিজাব খুলে স্কুল ছাত্রীদের বিক্ষোভ

ইরানে হিজাব খুলে স্কুল ছাত্রীদের বিক্ষোভ

ইরানের ফার্স প্রদেশের সিরাজ শহরে আধাসামরিক বাসিজ ফোর্সের কর্মকর্তার সামনে বিক্ষোভ করেন ছাত্রীরা -সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ১৩:৪২

মাহসা আমিনির মৃত্যুতে হিজাব খুলে বিক্ষোভ করেছে ইরানের বিভিন্ন স্কুলের ছাত্রীরা। ভিডিওতে দেখা গেছে, ছাত্রীদের বিক্ষোভের মুখে এক ব্যক্তি স্কুল থেকে বের হয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনি স্কুলের অধ্যক্ষ। গত সোমবার ইরানের রাজধানী তেহরানের কাছে কারাজ শহরে এ ঘটনা ঘটে।

অনেক স্থানে পৃথক হয়ে কয়েকজন মিলে বিক্ষোভ করতে দেখা গেছে মেয়েদের। একটি গ্রুপকে 'এক নায়কের মৃত্যু' বলে স্লোগান দিতে দেখা যায়। এই একনায়ক বলতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে বোঝানো হয়েছে। অপর একটি গ্রুপকে 'নারী, জীবন, স্বাধীনতা' বলে স্লোগান দিতে দেখা যায়। এএফপি জানায়, স্কুলশিক্ষার্থী মেয়েরা আকস্মিকভাবে বিক্ষোভ শুরু করছে। গ্রেপ্তার-নির্যাতন এড়াতে তারা এ পথ বেছে নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা স্বাধীনভাবে বিক্ষোভের ভিডিওটি যাচাই করতে পারেনি। গত ১৩ সেপ্টেম্বর ইরানের বিতর্কিত নৈতিক পুলিশের হাতে আটক হন মাহসা আমিনি। তাঁর অপরাধ ছিল, ্‌ তিনি ইরানের কঠোর পর্দাবিধি লঙ্ঘন করেছেন। পরে পুলিশ হেফাজতে তাঁর মৃত্যু হয়। এর জেরে উত্তাল হয়ে ওঠে পুরো ইরান। রাস্তায় নেমে আসেন মেয়েরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলছে, এ বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত ৯২ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৯২ জনের মৃত্যুর কথা জানিয়েছে।
এ পরিস্থিতিতে আরেকটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি। এতে দেখা যায়, এক ব্যক্তি বক্তব্য দিচ্ছেন; আর তাঁর বক্তব্য না শুনে সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন ছাত্রীরা। এ সময় তাঁরাও হিজাব খুলে প্রতিবাদ জানান। ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ইরানের সিরাজ শহরে মঙ্গলবারের ঘটনা এটি। এ দুই ভিডিও ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের আরও বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি তেহরানের বিখ্যাত শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বিক্ষোভ হয়। সেখানে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভ হয়েছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের সাকেজ ও সানানদাজ শহরেও। এসব বিক্ষোভে মেয়েরা হিজাব খুলে প্রতিবাদ জানান। বিক্ষোভের এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে চাপের মধ্যে আছে ইরান সরকার।

মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীদের সমর্থনে গান গেয়ে গ্রেপ্তার হওয়া ইরানের পপ তারকা শিরভিন হাজিপৌর ছাড়া পেয়েছেন। তাঁর 'বারায়ে' নামে গানটি বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ইনস্টাগ্রামে এটি ৪ কোটির বেশি মানুষ শুনেছেন। হাজিপৌরের আইনজীবী মজিদ কাবেহ বলেন, মঙ্গলবার তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোয় ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলন্না বলেন, তাঁরা ইরানের নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার সম্পদ জব্দ ও তাঁদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ভাবছেন। ইরানে বিক্ষোভকারীদের মধ্য থেকে অন্তত সাত বিদেশি নাগরিককে আটক করা হয়। তাঁদের মধ্যে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন।


আরও পড়ুন

×