পাকিস্তানের সঙ্গে আলোচনা নাকচ অমিত শাহের

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ/ ছবি- সংগৃহীত।
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ২২:০৩
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বুধবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা নাকচ করে দিয়েছেন। জম্মু ও কাশ্মীরে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তিন দিনের সফরে বর্তমানে জম্মু-কাশ্মীর রয়েছেন অমিত শাহ। খবর এনডিটিভির।
কাশ্মীরের বারামুল্লায় বিশাল জনসভায় অমিত বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, একবার ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলে জম্মু ও কাশ্মীরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগস্টে শুরু হওয়া ভোটার তালিকা সংশোধনের কাজ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সংবিধানের অধীনে প্রদত্ত বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর অমিত শাহের কাশ্মীরে এটিই প্রথম জনসভা।
সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এদিন এক বৈঠকে যোগ দেন অমিত শাহ। যেখানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং একাধিক শীর্ষ কর্মকর্তা।
এ ছাড়া এই বৈঠকে জম্মু-কাশ্মীরের পুলিশ অফিসার এবং সিআরপিএফ ও বিএসএফ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফলে জম্মু-কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।