ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

বিশ্বে ৫০ বছরে বন্যপ্রাণী কমেছে ৭০ শতাংশ

বিশ্বে ৫০ বছরে বন্যপ্রাণী কমেছে ৭০ শতাংশ

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ২১:৫৩

বিশ্বজুড়ে গত ৫০ বছরে ৭০ শতাংশ বন্যপ্রাণী কমেছে বলে দুটি আন্তর্জাতিক সংস্থার এক যৌথ পর্যবেক্ষণে বলা হয়েছে। এর জন্য বনভূমি উজাড়, দূষণ, জলবায়ু পরিবর্তন ও মানুষের কারণে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির।

বন্যপ্রাণিবিষয়ক আন্তর্জাতিক সংগঠন বিশ্ব বন্যপ্রাণী তহবিল (ডব্লিউডব্লিউএফ) ও জিওলজিক্যাল সোসাইটি অব লন্ডন (জেডএসএল) যৌথভাবে এ কাজ করেছে। বিশ্বজুড়ে যেসব প্রাণী পর্যবেক্ষণ করা হয়, সেই প্রাণীর সার্বিক বিশ্নেষণে এ চিত্র উঠে এসেছে।

জেডএসএলের সংরক্ষণ এবং নীতিবিষয়ক পরিচালক অ্যান্ড্রু টেরি বলেন, ভয়াবহভাবে বন্যপ্রাণী কমে যাচ্ছে। এর মধ্য দিয়ে এই বার্তা দেওয়া
হচ্ছে- প্রকৃতির সুরক্ষাবলয় ভেঙে যাচ্ছে এবং বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশ থেকে সবকিছু উজাড় হয়ে যাচ্ছে।

যৌথভাবে প্রকাশিত নতুন এ প্রতিবেদনের নাম লিভিং প্ল্যানেট ইনডেক্স। এতে বলা হয়েছে, জীববৈচিত্র্য বিবেচনায় সবচেয়ে সমৃদ্ধ এলাকা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। এ দুই অঞ্চলে গত ৫০ বছরে প্রাণী কমেছে প্রায় ৯৪ শতাংশ; যা বিশ্বের যে কোনো অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি।

whatsapp follow image

আরও পড়ুন

×