ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কে হচ্ছেন সোনিয়া গান্ধীর উত্তরসূরি

কে হচ্ছেন সোনিয়া গান্ধীর উত্তরসূরি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ২০:৫৩

দীর্ঘ দুই দশক পর গতকাল সোমবার ভারতে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হলো। সব পেরিয়ে কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠতম সভাপতি নির্বাচন এটি। দলটির সভাপতি হওয়ার জোর লড়াই চলছে মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে। সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। গোপন ব্যালট বাক্সের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার নির্বাচনের ফলাফল জানা যাবে।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী গতকাল বেলা ১১টায় দিল্লির ২৪ আকবর রোডে দলের সদরদপ্তরে এসে ভোট দেন। একই সঙ্গে ভোট দেন প্রিয়াঙ্কা গান্ধী। এ ছাড়া এ কেন্দ্রে ভোট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ মোট ২৭৮ জন প্রতিনিধি। 'ভারত জোড়ো' যাত্রায় শামিল রাহুল গান্ধী কর্ণাটকে ভোট দিয়েছেন। রাহুলসহ অন্তত ৪০ জন পদযাত্রীর ভোটদানের জন্য কর্ণাটকের বেলারি জেলায় বিশেষ ভোট কেন্দ্র খুলেছে কংগ্রেস। নির্বাচন উপলক্ষে গতকাল ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখা হয়েছে।

কংগ্রেসের সভাপতি হওয়ার দ্বিমুখী লড়াই চলছে ৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ৬৬ বছরের শশী থারুরের। তবে প্রায় সবাই একমত- খাড়গেই 'গান্ধী পরিবারের' অঘোষিত প্রার্থী। সে হিসাবে সভাপতির কুরসিতে বসতে চলেছেন খাড়গেই। জয়ী হলে দীর্ঘ ৫২ বছর পর তিনি হবেন কংগ্রেসের আরেক দলিত সভাপতি। দেশজুড়ে ৯ হাজার প্রতিনিধির ভোটে নির্বাচিত হবেন সোনিয়া গান্ধীর 'উত্তরসূরি'। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

×