১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হচ্ছেন না সুনাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১০:০৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:০৮
ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েও ১০ ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে থাকছেন না ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত সুনাক তাঁর স্ত্রী ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে পুরোনো অ্যাপার্টমেন্টেই রয়েছেন।
কেন সরকারি প্রধানমন্ত্রী ভবনে উঠছেন না সুনাক- এ প্রসঙ্গে তাঁর মুখপাত্র জানিয়েছেন, তাঁরা সেখানেই সুখে আছেন। খবর রয়টার্সের।
সুনাকের আগে ব্রিটেনের প্রায় সব প্রধানমন্ত্রী ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হয়েছেন। প্রধানমন্ত্রীদের জন্যই নির্দিষ্ট চার কামরার সরকারি বাসভবনটিতে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে।সুনাক যে ঠিকানায় রয়েছেন, সেটি মূলত অর্থমন্ত্রীদের জন্যই বরাদ্দ। যদিও ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যুক্ত একাংশের দাবি, ১০ ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনের তুলনায় অর্থমন্ত্রীদের জন্য নির্ধারিত বাসভবন আকারে অনেক বড়। তাই সুনাকের আগে অনেক প্রধানমন্ত্রী সরকারি ঠিকানা হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নাম উল্লেখ করলেও সুনাকের বর্তমান ঠিকানাতেই তাঁরা থাকতেন!
এদিকে যুক্তরাজ্যের পরবর্তী বাজেট পরিকল্পনা উপস্থাপন পিছিয়ে দিয়েছেন সুনাক। বুধবার পার্লামেন্টে বিরোধী এমপিদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এ দিন তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে বক্তব্য দেন।
- বিষয় :
- সরকারি বাসভবন
- ঋষি সুনাক
- ব্রিটেন
- প্রধানমন্ত্রী