মাহসা আমিনির মৃত্যু
ইরানে আরও এক বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর

মাজিদ রেজা রাহনাভার্দ
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ২১:২৪
ইরানে আরও একজন বিক্ষোভকারীর প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল সোমবার ইরানের বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ইরানে এক সপ্তাহের কম সময়ের মধ্যে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। আরও ফাঁসি কার্যকর হতে পারে বলে রোববার মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করার এক দিন পরই এ ঘটনাটি ঘটল। খবর বিবিসি ও রয়টার্সের।
ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, মাশহাদ শহরে মাজিদ রেজা রাহনাভার্দের ফাঁসি কার্যকর করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত ও হত্যার ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়, মাজিদকে গতকাল সকালে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।
কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গত সেপ্টেম্বর থেকে ইরানজুড়ে বিক্ষোভ চলছে। রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সংশ্নিষ্ট বাসিজ বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানে চলমান ধরপাকড় অভিযানের সম্মুখসারিতে আছে। বিক্ষোভে অন্তত ৪৭৫ জনের মৃত্যু হয়েছে, আটক হয়েছেন ১৮ হাজার ২৪০ জন। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরানের কর্তৃপক্ষ অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড চেয়েছে। 'গণআন্দোলনকে দমাতে ও মানুষকে ভীত করতেই' এসব মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে।
- বিষয় :
- ইরান
- মাহসা আমিনি