ভারতে বিদেশ থেকে আগতদের করোনা পরীক্ষা শুরু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৭:২১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৮:২৯
ভারতের বিমানবন্দরগুলোতে আজ বুধবার থেকে বিদেশ থেকে আগত যাত্রীদের ব্যাপকভাবে করোনার নমুনা পরীক্ষা চালু হয়েছে। গুজরাট রাজ্যের বরোদা শহরে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা এক যাত্রীর শরীরে আজ করোনা শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইটের ওই যাত্রীর শরীরে ওমিক্রন ভ্যারিয়্যান্ট বিএফ.৭ মিলেছে।
অন্যদিকে কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকরও আজ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা বেড়ে যাওয়ায় রাজ্যটিতে অবতরণ করা আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাপকহারে করোনা পরীক্ষা শুরু হবে। তবে কবে থেকে তা উল্লেখ করেননি মন্ত্রী সুধাকর।
চীন ও জাপানসহ অনেক দেশেই করোনার সংক্রমণ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। এ কারণেই মূলত ভারতের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক যাত্রীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সূত্র: ইকোনমিক টাইমস
- বিষয় :
- করোনাভাইরাস
- ভারত
- যুক্তরাষ্ট্র
- চীন
- জাপান