ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা উঠে যাচ্ছে ১১ মে

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা উঠে যাচ্ছে ১১ মে

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৩:০৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৩:০৯

প্রায় তিন বছর পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সোমবার জানিয়েছে, আগামী ১১ মে থেকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা উঠে যাচ্ছে। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।

যুক্তরাষ্ট্রজুড়ে ২০২০ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কোভিড-১৯ জরুরি অবস্থা ও জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচই) জারি করা হয়। জো বাইডেন ক্ষমতায় আসার পর অনেকবার তার মেয়াদ বাড়িয়েছেন।

এই জরুরি অবস্থার ফলে করোনাকালে যুক্তরাষ্ট্রের কোটি মানুষ বিনামূল্যে নমুনা পরীক্ষা, টিকা ও চিকিৎসা সেবা পেয়েছে।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) এক বিবৃতিতে বলেছে, আগামী মাসে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ১১ মে পর্যন্ত আরেক দফা বাড়িয়ে তা তুলে নেওয়া হতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ কমতির দিকে রয়েছে। তবে প্রতিদিন ৫০০ জনের বেশি মানুষ এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

আরও পড়ুন

×